এক দুঃখিনী মায়ের কান্নার জলে
ডুবে মরবে তুমি একদিন,
এই কান্না তোমার জন‍্যে অভিশাপ।
ভাবছো কি তুমি?
পাড় পেয়ে গেছো।
তা হবে না,তা হবে না
আছে যে একজন মহান বিধাতা।
গভীর রাতে প্রায়ই কাঁদে  
এই দুঃখিনী মা সৃষ্টিকর্তার দরবারে।
বিচার করিবে মহান সৃষ্টিকর্তা
তার আশাতে,
বুকে বাঁধে বাসা।
তোমার আপাদমস্তক শয়তানিতে ভরা
তা তো সবাই জানে,
জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে
শত সুখের মাঝেও দুঃখী তুমি থাকিবে।