প্রিয়তমা
তুমি কি জানো?
ভালোবাসার সনদ মেলে,
দেনমোহরে।
অতঃপর,
অভিসারে লিপ্ত হওয়া।


প্রিয়তমা
এই আমি,
তোমার ভরণপোষণে
ওয়াদা করি।
আমি বলি
সুখে-দুঃখে পাশে থাকিবো আমি।


প্রিয়তমা
শুনে রাখো,
আছে শুধু সেথা চুক্তির বন্দোবস্ত।
আছে শুধু কাল বেদে
চুক্তির পার্থক্যে।


প্রিয়তমা
যদি না থাকে
সেথা সুখের মেলা,
তাতে কি লাভ হবে?
এই চুক্তি বন্দ‍োবস্তের ফর্মানে।


প্রিয়তমা
আমি চুক্তি বন্দোবস্তের ঊর্ধ্বে নই,
দ্বিমত নেই দেনমোহরে।
নাহি যদি মিলে
সুখের দেখা,
তোমায় ছেড়ে যাব না,এই মোর ওয়াদা।