প্রথম জীবনের ভালোবাসা ছিলে তুমি
ওগো প্রিয়তমা হৈমন্তী,
দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত বায়ুস্রোতে
মৌসুমী ঋতুর মতো করে আবির্ভাব হয়ে,
হারিয়ে গেলে তুমি।
প্রথম জীবনে ভালোবেসে ছিলাম তোমাকে
ওগো প্রিয়তমা হৈমন্তী।
আমার ভালোবাসার কথাটি বলার জন‍‍্য
দাঁড়িয়ে থাকতাম তোমার আসার পথ চেয়ে,
কখনো পথের ধারে কখনো বাড়ির পুকুর পাড়ে।
মোদের বিদ‍্যালয় যখন বন্ধ থাকিতো
তোমাকে এক নজর দেখার জন‍্য,
ছলে-বলে চলে যেতাম তোমাদের গায়ে।


জীবনের প্রথম ভালোবাসা সত্যি হয়নি তো জীবনে
কেননা ভালোবাসার কথাটি বলা হয়নি তোমাকে।
তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম
প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম।
কোন একদিন জানতে পারলে তুমি লোক মারফতে
আমিও ভালোবাসি তোমাকে,
তুমিও বলতে চেয়ে ছিলে ভালোবাস আমাকে
কিন্তু বলা হলো না কোনদিন একে-অপরকে।


তার কিছুদিন পর চলে এলাম আমার পুরনো নীড়ে
দেখতে দেখতে কত কাল চলে গেলো এ জীবন থেকে,
তোমাকেও যে আর পাওয়া হলো না আমারও পাশে।
এখন খুব জানতে ইচ্ছে করে
কেমন আছো তুমি?
খুব দেখতে ইচ্ছে করে তোমারও মুখের ছবি।
আজও তোমাকে খুঁজে ফিরি হাজারো লোকের মাঝে
ওগো আমার প্রিয়তমা হৈমন্তী।