আমার স্বাধীন মত প্রকাশে অনবরত ওদের বাঁধা
প্রতিটি পথে পথে দিচ্ছে ওরা কাঁটাতারের বেড়া,
ইচ্ছে শক্তিকে নিক্ষেপ করছে গহীন মৃত্যুর কূপে
আমার দেহের রন্ধ্রে রন্ধ্রে তিক্ত বেদনার স্তুপ পড়েছে।


আজ তব পথের ধারে ধারে ক্লান্ত শিশুর সত‍্য বচনে
আগুনের শিখা পড়েছে ওদের উলঙ্গ গায়ে।
তাইতো আজ ওরা শকুনের মতো ঝাপিয়ে পড়েছে
পথ হারানো ছিন্ন মূল এক শিশুর উপরে।


ওরা নর-পশু,পিচাশীনি হায়নার দলে আবদ্ধ থেকে
প্রতিনিয়ত করছে চক্রান্ত সরল লোকদেরকে নিয়ে,
অজস্র লোকের অভিশাপ আছে ওদের পিছনে
সৃষ্টিকর্তা একদিন ধ্বংস করিবে ওদের এই ধরণীতে।


কালো রাত্রি ঘুচিয়ে দিবা হাসে রবির আলোতে
তেমনি সত‍্য আসিয়া প্রস্ফুটিত হবে,
মিথ্যাকে চাপা দিয়ে।
ঘুচিয়া যাইবে সকলের অবিশ্বাস এই ধরণীতে
দুষ্টু লোকদের বিনাস করিয়া আসবে মোদের স্বাধীনতা।