মোর এই ছোট্ট জীবন কালে
কতো যে হারিয়েছি,
মোর শৈশবের দিনগুলোকে।
এই তো সেই দিনকার কথা
কোন এক বাদল দিনে ঝড়ের সময়,
গোটা কয়েক বন্ধু মিলে গিয়েছিলাম
আম কুঁড়োতে হৈ-হুল্লোড় করে।
ছোটরা দল হয়ে গিয়েছিলাম
মাছ ধরিতে ফুলদি নদীর উজান বাঁকে।
খেলার সাথি ছিলো তো অনেকেই
নাম গুলো যে লিখিলে,
ধরিবে না মোর এই লিপিতে।
এই তো সেই দিন গেলো মনে হয়,
আর তো আসিবে না ফিরে,
এ জীবনে মোর লয়।
আজও আমি মাঝে মাঝে
স্বপ্নেরও ভিতর গমন করিয়া,
আমার শৈশবকে খুঁজিয়া ফিরিয়া লই।