পুরুষ অধিন্যস্ত এই সমাজে
ধর্ষিত হয় যে এক নারী,নাম যে তার স্নেহা,
সে তো নারী,মায়ের জাতি।
ধর্ষণকারীকে নয়,করি ধর্ষিতাকে অবহেলা,
থাকে সে মুখ লুকিয়ে,
নিরবে কাঁদে সে।
সমাজের অটল গ্রাসে
জীবনটা কেঁড়ে নিল যে,
আত্মহত্যার পথ বেছে নিলো সে।
সমাজে এ কেমন নিষ্ঠুরতা?
সে তো আমাদেরই এক বোন,
কেন পারি না তাকে আমাদের মাঝেতে
আপন করে নিতে।
মেয়েরা মায়ের জাতি
এ ধরাতলে অর্ধেক রয়েছে নারী,
আমার তো সবাই জানি।
সৃষ্টি কর্তার সৃজনশীলতা নারী,
যার জন্য শোভাশীত এ ধরনী।
সমাজে অবস্থিত মানুষ রুপি কিছু অমানুষ
পুরুষজাতি,
যারা সমাজে তৈরি করে যে,
কলঙ্কিত পুরুষজাতি।
ওরা নরপশু, ওরা জানোয়ার
ওদের হইবে বলি দান,
ওদের বিচার হইবে এই সমাজ ব্যবস্থায়।
সমাজ থেকে র্নিমুল করে দিতে হবে
এসব নর পিচাশের অবস্থান।
আসুন এগিয়ে সবাই,
হাতে হাত রেখে ওয়াদা করি আজ
ধর্ষিতা নারীকে বাঁচাবো আজ আমারা সবাই।
তাঁরা তো আমাদেরই এক বোন
থাকুক সে সর্বদা সুখে, এই মোদের প্রার্থনা,
মহান সৃষ্টিকর্তার সন্নিকটে।