একাকী রাত আজ
চারিদিকে স্তব্ধ,নিঝুম কালো রাত।
রাতের আধারে কানা কুয়ো ডাকে,
মনে বড়ই সংকোচ,
হইবে যেন আজ অমঙ্গল।
দুঃহ ছাই,কি ভাবি মনের কোনে!
মনে জপি মোর সৃষ্টিকর্তার নাম।
সৃষ্টিকর্তা না করিলে অমঙ্গল
পাখির ডাকে হইবে কি অমঙ্গল?
এ যেন এক কুসংস্কারের অন্তরঙ্গ ছায়া,
যা মানিলে হইবো যে ঈমান হারা।
সংকোচ মনে
সারারাত কেটে গেলো নির্ঘুম কলো রাত।
সকালে উঠিয়া আমি প্রার্থনা করি,
সারাদিন হয় যেন মোর মঙ্গল কর্মজজ্ঞী।