শ্রাবণের এই পড়ন্ত বিকেলে হাটছি আমি একা
আমার প্রিয় চিরচেনা এই মেঠোপথ দিয়ে।
কলমি ফুলগুলো ফুটে আছে মেঠোপথের দু'পাশে
ঘন কালো মেঘ জমা বেধেছে পুবের আকাশে।


পূবের বাতাস খেলছে খেলা আমন ধানের ক্ষেতে
চাষীরা কাঁটছে সোনালী আঁশ হাটু জলে নেমে।
ছোট ছোট বালকেরা হৈ-হুল্লোড় করে করছে খেলা
মজিদ মিয়ার মাঠে কাঁদার সহিত মাটি জল মেখে।


এক গুচ্ছ শাপলা ফুল হাতে বালিকা যাচ্ছে বাড়ি
ফুলগুলো সংগ্রহ করেছে বর্ষার জলে ভিজে।
হাঁট-হাঁট, চল-চল,এই এই এই করতে করতে
এই মেঠোপথ দিয়ে গরু নিয়ে রাখাল যাচ্ছে বাড়ি।


আবেগ পূর্ণ মন নিয়ে বসে আছি এই পথের পাশে
রবির আলোক রশ্মি পড়েছে ঐ গাছেরও গায়ে।
শালিক জোড়া প্রেমে আহ্লাদে বিভোর গাছের ডালে
জীবনের প্রথম প্রেম নিবেদনের কথা পড়িল মনে।