কোথায় আমার শৈশবের হারিয়ে যাওয়া সাথীরা?
তোদের কি মনে পড়ে আমার কথা?
কতদিন ধরে দেখিনি তোদের আমারও দুটি নয়নে
হয়না কথা বলা,হয়না যে পাশে চলা চলমান মুহুর্তে।


কতদিন করেছি খেলার ছলে ঝগড়া তোদেরই সাথে
রাগ করে ঘরে থাকতে পারিনি তোদের ছাড়া তবে,
হৈ-হুল্লোড় করে গিয়েছিলাম মাছ ধরিতে
কত সময় ব্যয় করেছি খেলার ছলে আনন্দঘন মুহূর্তে


মাঠ-ঘাট তেপান্তরে প্রখর রৌদ্রের উত্তাপে দলবদ্ধ হয়ে
দৌড়ঝাঁপ করে করেছি খেলা সকলের তরে,
ক্লান্ত শরীর নিয়ে ঝাঁপিয়ে পড়েছি পুকুরের জলে
অথৈ জলে অফুরন্ত ডুবিয়েছি প্রশান্তির সাথে।


তোদের কি এখনো মনে আছে বা মনে পড়ে?
আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া ঐ দিনগুলোকে,
তোদের ভালোবাসার স্পর্শ লেগে আছে রন্ধ্রে রন্ধ্রে
ভুলা যে যাবে না তোদের এ জীবন লয়ে।


আছিস তোরা হৃদয়ে যতক্ষণ থাকিবো ধরণীর বুকে
যত্ন করে রাখিবো তোদের আমার স্মৃতির এলবামে।