তৈলে তেলেছ মাতি
জানে সর্ব জনে।
তৈল আছে যার
সব আছে তার।


তৈলে বাতি জ্বলে
অন্ধকারের রতন।
তৈলে তৈলাক্ত মাথা
হয় যে শীতল মাথা।


তৈল কথা বেশি হলে
কাজ বেশি হবে।
খাবারে তৈল বেশি হলে
পেট খারাপ হবে।


তৈল নাই যার
কিছুই নাই তার।
তৈলে পেট চলে
তৈলে গাড়ি চলে।


তৈলে শক্তি বাড়ে
তৈলে উনুন জ্বলে।
তৈলের কথায়
খুসি হয় সবাই।


টাক মাথাটে তৈল হলে
তৈল যায় বিফলে।
তৈল পথে পড়িলে
পা পিছলিয়ে পড়ে যে।


বিনা পয়সায় তৈল পেলে
হুমরি খেয়ে পড়ে যে।
তৈল নিয়ে টানাটানি
তৈল নিয়ে মারামারি।


তৈল মেখে কাজ হলে
সেই কাজ মন্দ,
তৈল মেখে গাঁ ভাসিয়ে
কতদিন চলবে?


তৈল যে একদিন শেষ হবে
তখন কি করবে?
জীবনের তৈল যখন ফুরিয়ে যাবে
তখন কি রইবে?