বসন্তের আগমনে উৎফুল্ল করে মনটাতে
আম্র বৃক্ষের মুকুল ধরেছে,
বসন্তের আগমন প্রকাশ পেয়েছে,
পাখিদের কলরব বেড়েছে।
এক গুচ্ছ গোলাপ হাতে নিয়ে
অপেক্ষায় আছি প্রেয়সীর জন্যে।
কখন আসিবে আমার প্রেয়সী ?
এ এক অপেক্ষারত তৃপ্তি বেদনা,
তারপরও যেন এতে অনেক মধুরতা।
অপেক্ষার প্রহার কাটিয়ে যখন এলো সে
বিমুগ্ধ অপলক দৃষ্টিতে,
তাঁকিয়ে ছিলাম কিছুক্ষণ তবে।
এক গুচ্ছ লাল গোলাপ দিলাম
প্রেয়সীর হাতে তুলে।
অনেক কাঙ্ক্ষিত ভালোবাসার স্পর্শ
পেলাম,যখন সে আমার পার্শ্বে এসে
দন্ডায়মান হলো তবে।
ভালোবাসার স্পর্শে মন ছুয়ে যায়,
এ যেন এক মধুরতম মিলন মেলা
অন্তরঙ্গে খেলে যায়।
যে খেলার স্পর্শে
নতুনত্বের আগমন ঘটে।
বসেছে এক নতুনত্বের মেলা বসন্তের মাঝে
বসন্তের অবিরাম ভালোবাসাতে।