আমি চললাম ঘুমের দেশে -
না , না - মৃত্যু নয়- নিদ্রা।
রূপকথা শুনে নয়-
নয়  স্নেহমাখা পরশে-
তোমাদের সজাগ করে, বিদা…য়।


না, আমি হিটলার নই-যে ন্যায্য দাবিতে
প্রতিবাদ জানিয়ে পাগল প্রমাণিত হয়েছিল।
আমি সুভাষ ও নই-যে দেশের স্বাধীন পতাকা উঠিয়ে  
পালিয়ে বেঁচেছিল বাকি জীবন।
আমি অতি ক্ষুদ্র অস্তিত্ব মাত্র
যে থেকেও নেই।


না- আমি হেনরি বা অস্কার ওইল্ড নই-
যার বিনাশ হয়েছিল দারিদ্রে,
আমি নই হোমিংয়ে, বা উলফ
যারা আত্মঘাতী হয়েছিল দুঃখে-
আমি অতি ক্ষুদ্র অস্তিত্ব মাত্র,
যে থেকেও নেই।


না, আমি বিভাজক নই-
দেশ নির্বিশেষে ব্যাপক বিস্তার-
থামাও তোমার অহংকার,
আমার মাথায় মুকুট, গায়ে পেরেক,
আমি অতি ক্ষুদ্র অস্তিত্ব মাত্র,
যে থেকেও নেই।


আমি প্রতারক মীরজাফর নই-
যে কুরে কুরে খায় ছদ্মবেশে মাংস-
আমার বাঁচার রসদ যোগায় অসমানের বাতাস,
তাই, ঘুমের দেশে গেলাম চলে
শুদ্ধ যখন আকাশ।

দেখা হবে আবার, অন্য কোনো খানে-
যেদিন তুমি মাতবে লোভের সায়ানে
জানান দিয়ে যাবো তোমার জিঘাংসার প্রাপ্তি-
যখন তোমার বিবেক থেকেও রবে ঘুমন্ত  
আমি অতি ক্ষুদ্র অস্তিত্ব মাত্র।