আমায় একটা  মুক্ত এনে দিবি?
যে আমার সবটা রাগ শুষে নিয়ে জলে ভিজিয়ে দেবে অবগাহনে?
যার রূপের ছটায় আমার দুহাত হবে সিক্ত-
যাকে সূর্যাস্ত ঠিকরে আমার মুখমণ্ডল করবে রক্তিম,
আমি সেই মুক্তোয় দেব ডুব -
আমায় একটা ঢেউ এনে দিবি?


আমায় একটা হীরে এনে দিবি?
যে  আমার ভাঙা হৃদয় ফেলে দিয়ে বলবে 'দিলাম তোকে নতুন প্রাণ',
যার রূপের ছটায় আমার দুচোখ হবে বন্ধ-
যার স্পর্শে আমার মাথা হবে নত,
আমি সেই সুন্দরতায় দেব ঝাঁপ-
আমায় একটা হৃদয় এনে দিবি?


আমায় একটা মানিক এনে দিবি?
যে আমার সব শীতলতা শুষে নিয়ে উত্তাপে ভরাবে মন-
যার রঙের ছটায় সে মন হবে রামধনু,
যার সকাল সাঁঝের খেলায় আমার মনন হবে রাজকীয়-
আমি সেই তাপে জ্বালবো আগুন-
আমায় একটা সূর্য এনে দিবি?


আমায় একটা নীলা এনে দিবি?
যার এফোঁড় ওফোঁড় ছুটবে আলো, চমৎকৃত হবে চিন্তন -
যে দুহাত ভোরে ডাকবে আমায়-
যার অসীমতার খোঁজে আমার দুচোখ হবে পাগল,
আমি সেই নীলের খোঁজে হবো মাতাল-
আমায় একটা আকাশ এনে দিবি?


আমার ঢেউ হৃদয় সূর্য আকাশ
সব বাঁধন ফেলে ছুটবে অনন্তর তলে
আমায় একটা আমি এনে দিবি?