রক্ত র রং লাল-
আর, চামড়ার নিচে কালচে নীল।
চামড়া হলদেটে,
অথচ, রক্তহীন চামড়া-
ফ্যাকাসে, রং হীন।
মুখ হয় রক্তিম-
লজ্জায়, ঘেন্নায়, ভয়ে -
অভিমানে বিবর্ণ।


রঙের এত রূপ-
তুমি কি চেনো আমার রং, রূপ?
রং বদলানোর মুহূর্ত?
তুমি কি বোঝো মন-রঙের বন্ধুত্ব?
আমার রক্তশূন্য শরীর?


নাঃ, বহুরূপী তুমি -
তাই, নকল রঙের নেশায় ব্যস্ত-
রঙের জাদুকর।


@অপরাজিতা