আহা মোলো, এ কি হলো,
বৌমা যে এক কন্যে দিলো!
রংটা যে তার কেমন কালো,
বৌমার কি ব্যামো হলো?


শখ ছিল মোর নাতির মুখে,মধু, ক্ষীর দই দেব সুখে ,
দেন পাওনা বুঝে শুনে নাত বউটি আনব চিনে-
সব কিছু মোর আহা মোলো,
বৌমার কি ব্যামো হলো?


বুকটা কাঁপে, প্রাণটা ঝরে
মাথা যে মোর কেমন করে
নাতনী নিয়ে করবটা কি
দুদিন পরে আমার সেকি?


খোকা আমার, পড়াস নে আর-
মেয়ে পড়ালে রাখবে কি ভার?
কথায় কথায়  জবাব টা দেয়
মায়ের কাছে আদর যে পায়।  


বলে কি না,বইটা পড়ো; বুদ্ধি আমার বড্ড দড়
আহা মোলো এ কি হলো-স্বপ্ন আমার ছলকে গেল;
বুকে ব্যাথা, মনে ভার,
মেয়ে কি আর তোর আমার?


ওরে খোকা করিস এ কি,
বদ্দি হবে তোর মেয়ে কি?
আজ কাল তো খাটের নিচে,
এক বাক্স হাড় রেখেছে ।


প্রাণটা যে আজ উড়েই গেল
বৌমা কি মোর শত্রু হলো?
হায় হায় হায় মরণ আমার,
কন্যা নিয়ে হবে কি তার?


হঠাৎ সেদিন আকাশ পানে, সূর্য প্রণাম করার ক্ষণে,
পড়লো বুড়ি এক ঝটকায়- প্রাণটা বুঝি এই যায় যায়।
এক মিনিটে ওষুধ পুরে, নাক চেপে আর বুক চাপড়ে
নাতনী যে তার জ্ঞান ফেরালো, বৌমা যে তার সঙ্গ দিল।


হাত টা ধরে সজল চোখে, বুড়ি তখন পরম সুখে
ক্ষমা চেয়ে বললো তারে, নতুন জীবন দিলি মোরে।
মেয়ে নিয়ে করবো টা কি
সমাজ দেখুক সত্যি মেকি ।


@অপরাজিতা