১.....


ঠিক বুঝে উঠতে পারিনা
কি করব ?
কি করব তাঁকে নিয়ে।
একদিন ভক্তি ভরে অঞ্জলি
তো
পরের দিন জলাঞ্জলি।
বেশ কয়েকদিন আরো,
অবিশ্বাস গাঢ়।
হঠাৎ  কোনো এক সংকট।
অবিশ্বাস দেয় চম্পট ।
আবার তাঁর পুনরূদ্ধার ।
এভাবেই ঘোরে গোলগাল,
আমার
বিশ্বাস এবং অবিশ্বাসের সংস্কার ।
ঠিক বুঝে উঠতে পারিনা


২....


যখনই তাঁকে
কোনো বিন্দুতে সমাহিত করি।
জন্ম নেয় অসংখ্য সম্ভাবনা,
অবিশ্বাসও তার মধ্যে একটি।
আর যখন
তাঁকে দিই মুক্তি অসীমে।
বিশ্বাস অবিশ্বাস মুক্তির নেশায়
হারায় বোধ,
মেতে ওঠে  অসীম অসংখ্য  
অর্থহীন বিতর্কে।
শেষে শূণ্য  তকমা আনে তৃপ্তি
তবে বিশ্বাস অবিশ্বাস হারায় অর্থ।
পড়ে থাকি শুধু আমি,
ইনিই আমার তিনি,
আমার  অন্তর্যামী ।