বড় কষ্ট হয়।
যখন আমার ভাবনাগুলো আমাকে ছাড়ায়।
সে মুহূর্তগুলো বড় কষ্টের।
বোধ পাড়ি দিতে চায় অজানায়,
করজোড়ে মুক্তি চায়।
আর
আমার আমি ,
জাপটে ধরে বোধকে,
আষ্টেপৃষ্ঠে বাঁধে সীমানায়,
ছেলেভুলানো গল্প শোনায়।
সেও শোনে নিশ্চয়।
হযত তার কষ্টগুলোই আমার কবিতা হয়।
আর আমার আমির কষ্টগুলো?
হয়ত তারই নাম জীবন
একে বাঁধে,ওকে গল্প শোনায়।
কষ্ট দেয় আর আমার কবিতার  জন্ম দেয়।