একটি প্রদর্শনী ।
খুব মন দিয়ে দেখছিলাম,
দেখছিলাম এক বিখ্যাত ভাস্করের অনবদ্য ভাস্কর্য ।
একটি মূর্তি ,অনবদ্য এক স্থাপত্যকলা ।
মুগ্ধ অতিমুগ্ধ বিভোর প্রথম দর্শনে।
এতো সাক্ষাৎ জড়ে প্রাণ প্রতিষ্ঠা।
অকল্পনীয় শিল্পীর নিষ্ঠা।
এই বুঝি  নড়ে  ওঠে ,
বলে ওঠে তার প্রাণের কথা।
সবে একরাশ মুগ্ধতা নিয়ে
পরের সৃষ্টির দিকে এগোবো ভেবেছি,
হয়ত একপা ফেলেওছি।
হঠাৎ এক ফিসফিসানি ,ফিরে দেখি
মূর্তিটি । আমার ভুল? নাঃ।
সেই।
বলছে আমাকেই।
“আমি শিল্প হতে চাইনি
অনেক অনেককিছু কেড়ে নিয়েছে  আমার
ফেলে দিয়েছে ভাস্কর,তাঁর প্রয়োজনে,
আমি শিল্প হতে চাইনি " ।
এরপর শুধু গোটা প্রদর্শনী জুড়ে
একই ফিসফিসানি , প্রতিটি সৃষ্টি একই সুরে।
অসংখ্য অসংখ্য প্রতিবাদ গোটা প্রদর্শনী জুড়ে।
কান পাতা দায়।
থাকতে পারিনি ,আর শুনতে পারিনি।