ঘৃণা করো বন্ধু ,
প্রাণ ভরে ঘৃণা করো শব্দটিকে
যার নাম অনুযোগ ।
অসংখ্য জড়ের অনুদানে তোমার প্রাণ।
শতলক্ষ্যকোটি অনুপস্থিতির সাক্ষ্যে তোমার উপস্থিতি ।
কতই না নিদ্রাহীনতা শুধু তোমার রাতের ঘুমের জন্য।
শুধু তোমার সভ্যতার দাবীতে কতই না বন্য ।
কতই না নিদ্রিত ,শুধু তুমি জাগবে বলে।
কতই না অভুক্ত ,শুধু তোমার পেট ভরবে বলে।
আর পিষো না বন্ধু নিজেকে ,অনুযোগের জাঁতাকলে।
ঘৃণা করো বন্ধু ,
প্রাণ ভরে ঘৃণা করো শব্দটিকে
যার নাম অনুযোগ ।