বোধহয় স্বাভাবিক নয়
তবুও ঢালটা চড়াই এর দিকেই।
অসম্ভব অবাস্তব
তাই হয়ত নদীটিও ব্রাত্য ।
এবং
কল্পনায়ও সে অস্বাভাবিকই,    
অসম্ভব ,অবাস্তবও।
ভেবেছিলাম
তাই হয়ত নদীটিও ব্রাত্য ।
তবুও নদীটি
মেশে মোহনায়, ঢালের চড়াই বেয়ে
অক্লেশে অনায়াসে ।
ক্লান্ত অবসন্ন  স্বাভাবিকতা,
তাই হয়ত।