একফোঁটাও থাকবে না।
উবে যাবে সবটুকু।
উবে যাবে সবকটা।
নিয়তির উত্তাপে উবে যাবে।
নিয়ম মেনে
নববর্ষার নবধারা
আবার ঝড়বে অঝোরে।
ফোঁটায় ফোঁটায় ফুটবে জীবন।
তবে
উবে যাবে সবকটা
আবার।
নিয়তির উত্তাপে উবে যাবে।
কেউ আগে কেউ পরে
একফোঁটাও থাকবে না।
পাড়ি দেবে মেঘের দেশে।
তবে ফোঁটা  হয়ে নয়
সুক্ষ রূপে বাষ্পের বেশে।
সভ্যতা আজ তুষার হওয়ার পথে।
ভুলেছে অদৃশ্যের একটি অঙ্গুলিহেলনে
হিমালয়ও বাষ্প হতে পারে
একমুহুর্তে উবে যেতে পারে।