বোধ ক্রমাগত নিম্নগামী ।
আর একটা আমি যদি পেতাম খুঁজে
এ সৃষ্টিতে।
আর কি পাবো খুঁজে?
এ ঝাপসা দৃষ্টিতে?
দেখিয়ে  দিতাম তবে যুদ্ধ কাকে বলে।
সৃষ্টি কোন নিয়মে চলে।
দুই আমির যুদ্ধ।
গোটা সৃষ্টি বাকরূদ্ধ।
লেজ গিলে খায় দুটি সাপ।
বাপরে বাপ!
একে অপরের।
হাতছানি শূণ্যতার! নাকি অসীমের!
নাকি  সসীম এ সৃষ্টি?
তাই এ ঝাপসা  দৃষ্টি।
তাই হাতড়াই গোটা সৃষ্টি।
পাইনা খুঁজে  তবু আর একটা আমি।
বোধ ক্রমাগত নিম্নগামী ।