এই যে তুমি।
জানো তো তুমি আমারই অংশ?
অহং এ বিঁধলো, তাই তো?
আচ্ছা তবে।
এই যে তুমি
জানো তো আমি তোমারই অংশ?
এইবারে খুশী, তাই তো?
আচ্ছা তবে।
জানো তো যদি দুটির একটিও
পারতাম ভাবতে,
পারতাম মানতে।
বোধহয় অনুভূতিটা জাগতো,
এ সৃষ্টিটাও প্রাণখুলে বাঁচতো।
ঈশ্বরও তাঁর দুঃখ ভুলে
হয়ত একটু হাসতো।