একটি কারখানা ।
অজস্র কাণ্ড ।
ওলটপালট । লণ্ডভণ্ড।
তবু তার মাঝে এক বোধ।
সর্বশ্রেষ্ঠ নির্বোধ ।
একটি ভ্রম।  একটি আমি।
সৃষ্টির ফাজলামি ।
মায়াময় পরমব্রহ্ম।
লীলায় বোধগম্য।
ভুক্তভোগী পুনর্জন্ম।
প্রারব্ধ !
বাধ্যতামূলক । চুক্তিবদ্ধ ।
যদি গড়তে পারতাম আমিও।
সেই নির্বোধ আমিও।


একটি কারখানা ।
অজস্র কাণ্ড ।
ওলটপালট । লণ্ডভণ্ড।
তবু তার মাঝে এক বোধ।
সর্বশ্রেষ্ঠ নির্বোধ ।
একটি ভ্রম।  একটি আমি।
সৃষ্টির ফাজলামি ।
মায়াময় পরমব্রহ্ম।
লীলায় বোধগম্য।


বেশ বুঝতে পারছি। এবার থামতে হবে। সময় হয়েছে এ আসর থেকে বিদায় নেওয়ার। আগেও লিখতাম। তবে ইদানীং বড্ডো বেশী লিখছি আবোলতাবোল  কবিতার নামে। নেবো অবশ্যই বিদায় নেবো। হয়তো আরও এক  বা দুইটি।  বা কি জানি এটিই হয়তো শেষ। এক লজ্জা যেন ক্রমাগত গ্রাস করছে আমাকে।