হে শত্রু,
ভুলেও যেন কোরো না ভুল।
বিচ্যুতি যদি দেখি এক চুল,
ছিন্নভিন্ন হবে তুমি,
শপথ আমার মায়ের নামে।
চরণ স্পর্শ ব্যতীত
স্পর্শ নিষেধ।
মা আমার জন্মভুমি
কোটিজন্ম চরণ চুমি।
মুক্ত জননী  আমার
উন্মুক্ত দুটি চরণ তাহার ।
কর স্পর্শ নতমস্তক ,
ফিরে যাও।
ভুলেও যেন কোরো না ভুল।
বিচ্যুতি যদি দেখি এক চুল,
ছিন্নভিন্ন হবে তুমি,
শপথ আমার মায়ের নামে।