কথা তো দিয়ে এলাম।
একটা যা হোক বা হোক না যা কিছু।
লিখবো,অন্তত আঁকবো কিছু আঁকিবুকি  ।
হচ্ছে কই হোলো কই?
এ তো  রাতের নিস্তব্ধতায় যেন নিজেকেই খোঁজা ।
কথা খেলাপের দায়ে বিশৃঙ্খলাকে প্রশ্রয়,
নিজের অক্ষমতাকেই আশ্রয়।
তবু কেন কবি সবাক?
কবিতা কি হচ্ছে ? কোথাও ?আদৌ  ?
স্বরবর্ণ তো শেষ,জানান দেখায় ঔ।
তবু যেন কোথাও আশা আছে।
ব্যঞ্জন এখনও  বাকি আছে।
হবে নিশ্চয়
একটা যা হোক বা হোক না যা কিছু।