জানি ডাকছো আমায়।
সেই শুরুর দিন থেকে, জীবনের ছদ্মবেশে।
মুখোশ ঝরে পড়ে প্রতিরাতের অনুভবে।
বোধহীনতার সে জগতে বড়ই নগ্ন তুমি ।
প্রতি এক ঘুমভাঙা , সচেতন ছদ্মবেশ।
মুগ্ধ আমিও যেন পুনর্জন্ম ।
একই পুণরাবৃত্তি, আশার সূর্য ,
অস্ত যাই প্রতিরাতে
তোমার নগ্নরূপ ভুলে।
ভাঙে ঘুম তোমার ছদ্মবেশেে।
জানি  একদিন ঘুুমোব সেই বোধহীনতায়
প্রতিদিনের মত।
কিন্তু সে ঘুম ভাঙাতে
না থাকবে তুমি,না তোমার ছদ্মবেশ ।
তবে থাকবে জানি তুমি, জানি নয় ঘুম ভাঙাতে।
থাকবে তুমি সেদিন,শুধু
ঘুমের পর ঘুম,আরও ঘুম পাড়াতে।
জানি ডাকছো আমায়।
সেই শুরুর দিন থেকে, জীবনের ছদ্মবেশে।