যদি আমি কবিতা না লিখতাম।
যদি না লিখে
এক্কেবারে যা লিখছি,
যা চাইছি
তা খাতায় নয়
কলমে নয়,
বা শুধু খাতায়কলমেও নয়।
বরং
খাতা ফেলে ,কলম ফেলে
এক্কেবারে যদি
সরাসরি রুখে দাঁড়াতাম,
দাঁতে দাঁত চেপে লড়াইটা চালাতাম।
তখনও তুমি আমায় কবি বলে ডাকতে?
নাকি তখনও ছন্দ খুঁজতে?