যদি ছিঁড়ে ফেলতে পারতাম পতাকাগুলো।
টুকড়ো টুকড়ো করে যদি
ছুঁড়ে ফেলে দিতে পারতাম
সভ্যতার আওতার অনেক অনেক বাইরে।
দূর আরও অনেক দূরে।
হয়ত তবে
একটি কাপড়ের টুকড়ো নয়,
কিছু রঙ কোনো প্রতীক নয়,
স্বগর্বের কোনো হুংকার নয়।
হয়ত তবে
মানবতা
বুক ঠুকে বলে উঠতো,
আবার কুড়িয়ে নিয়ে আয় ছিন্নভিন্ন পতাকাগুলো,
সব, সব ,সব কটাকে,
দেখ না যদি কাপড়গুলো,
ঢাকতে পারে দৈন্যগুলো।
দেখ না যদি রঙগুলো
রাঙাতে পারে জীবনগুলো।
দেখ না যদি প্রতীকগুলো
খুঁজে পায় অর্থগুলো।
যদি ছিঁড়ে ফেলতে পারতাম পতাকাগুলো।