যদি বোধ হয় শূণ্য ,
তবে অস্তিত্ব  নিরূদ্দেশ ।
প্রশ্ণ
কিবা প্রয়োজন অস্তিত্বের
এরূপ নির্ভরশীলতার?
আর বোধ
সেও কি এতটাই নির্বোধ ?
নাকি প্রেম?
হয়ত তাই।
কামনা একটাই,
অস্তিত্ব নিরূদ্দেশের আগে
প্রতিবার
বোধের শূণ্যতা চাই।