আগেও কি এসেছিলো ? এইরকম অসহনীয় এক সময়!
পিছমোড়া  করে বেঁধেছিলো আমায়।
আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিলো কি আমায়?
সুনিপুণ দক্ষতায়  তাঁর ঔদ্ধত্যে?
বলেছিলো কি কখনও?
না ফোটা কোনো এক ফুল কে   ,
প্রয়োজন  নেই
প্রয়োজন নেই আর বিকশিত  হওয়ার,
রূপ রস গন্ধ ,প্রবেশ নিষিদ্ধ ,অবরুদ্ধ  দ্বার।
তবু যেন শুনি
এক দিগন্তভেদী বাণী
“ কাঁটাগুলোকে  উপড়ে  ফেল”
"সময়ের কাঁটাগুলোকে উপড়ে ফেল"
"সময়ের কাঁটাগুলোকে উপড়ে ফেল"


আগেও কি এসেছিলো ? এইরকম অসহনীয় এক সময়!