কে যেন চেয়েছিলো জীবন।
অনেকখানি খোলা দিগন্ত । হাঁপ ছেড়ে বাঁচা।
ভুলে ভরা কবিতা।
অমরত্বের প্রত্যাশা ।
আগুনের নামে একটুকড়ো শীতল বরফ ।
দিগন্তের ওপাড়ে সেই অপেক্ষায়
প্রতিদিন প্রতি রাতের গ্লানি ।
জমা হয়। সঞ্চিত হয় বিদ্রোহের নামে।
প্রশ্ন করে
কে যেন চেয়েছিলো জীবন।