কেন বলছ ফুলটা ঝরে গেছে?
বৃন্ত হতে বিচ্যুতিই কি সব?
আর হৃদয় জুড়ে যা রয়ে গেছে?
সে তো আরও সুগন্ধময়,
আরও বেশীভাবে বর্ণময়,
প্রস্ফুটিত আরও প্রকটভাবে ,
আমার গোটা অস্তিত্ব জুড়ে।
ঝরায় সাধ্যি কোন ঈশ্বরের ,
আমার হৃদয় হতে?
ঝরলে ঝরবে হৃদয় সমেতে।
আর তুমি! মুর্খের মত বলো!
ফুলটা ঝরে গেছে।