কবিতা তুমি এক দায়ই বটে ।
ঘুম নেমে আসে দুচোখ জুড়ে
এ মধ্যরাত শুধু ঘুম চায় ।
কবিও শুধু ঘুম , একটু ঘুমোতে  চায় ।
ছন্দও  বেপরোয়া ,ছুটি  চায় ।
কলমেরও একই অভিপ্রায় ,
ছুটি সেও চায়।
লেখা যায় কি কবিতা ??
এমতাবস্থায় ?
তবু যেন
অনুভুতি, অনুভবগুলো
ঘুমন্ত কলমকে  জাগায় ।
কে ছুটি চায়?
কবি না কলম ?
সত্যই বোঝা বড় দায়।
কবিতা তুমি এক দায়ই বটে ।