মাঝেমাঝে নিজের মনেই প্রশ্ন জাগে। কবিতা কি বিনোদন নাকি প্রয়োজন। যা লিখি রোজ তা কি সত্যই আমার ঐকান্তিক কামনা  নাকি তাৎক্ষণিক আবেগের উদগীরণ মাত্র। প্রতিটি কবিতায় বর্ণিত বক্তব্যকে শত শতাংশ নিজের জীবনে প্রতিফলিত করার দায়  কি একজন কবির আছে?নাকি একজন কবির তাৎক্ষণিক উপলব্ধিকে নিজের জীবনে প্রতিফলিত করা না করা উর্ধে উঠে  একটি বিচারধারাকে পাঠকের কাছে  সরাসরি তুলে ধরার স্বাধীনতা আছে?