অনেক দিন ধরে।
না না
অনেক বছর ধরে ইচ্ছেটা ছিলো।
স্বপ্নটা দেখব।
বোঝো ঠেলা!!!!
স্বপ্ন কি মুড়ির মোয়া?
দেখব বললেই হোলো নাকি?
ইচ্ছে করলেই মনপসন্দ্ স্বপ্ন
দেখা যায় নাকি?
কত দুইয়ে দুইয়ে চার,
চেতন অবচেতন,
আরও কতকি।
কিন্তু মনকে কে বোঝায়।
যাই হোক যা বলছিলাম
হোলো কি জানো?
অবশেষে অপেক্ষাশেষে,
কাল দেখলাম জানো।
দেখলাম স্বপ্নে আমি ঘুমোচ্ছি।
উফ্ফ কি বলব !!!
অসাধারণ সে অনুভুতি!!!
প্রতিটা মুহূর্ত তারিয়ে তারিয়ে।
উপভোগ করলাম ঘুমকে।
অনেকদিনের  ইচ্ছা ছিলো যে অনুভব করবো
একেব্বারে লাইভ আমার ঘুমকে।
তারপর বিশ্বাস করো
আর কিচ্ছু  মনে নেই।
স্বপ্ন হয়তো শেষও হয়েছিলো।
আমার আমি হয়তো আরও কিছুক্ষণ
স্বপ্নে নয় সত্যিকারের ঘুমিয়েছিলো।
বিশ্বাস করো
স্বপ্নের পরে স্বপ্নের আগে
স্বপ্ন বাদে
আর কিচ্ছু মনে নেই।
তবে কি অনুভব করিনি ঘুমকে
তবে কি
শুধুই ! শুধুই  অনুভব করেছি স্বপ্নকে।
কিন্তু
অনেকদিনের  ইচ্ছা ছিলো যে অনুভব করবো
একেব্বারে লাইভ আমার ঘুমকে।