আমার চেনা অনুভূতিগুলো,
শুধু দেওয়ালজোড়া অজস্র নখের আঁচড় এখন।
কাটিনা নখ বেশ কিছুদিন,  
ময়লাগুলো ঠিক লেগে থাকে স্মৃতির মত।
দেওয়ালে হয়ত কিছুটা
লেগে যায় কিছু ময়লার দাগ।
তবু বড় আপন সে দাগ।
দেওয়াল লিখন না হতে পারুক
তবু
দেওয়ালটা বেশ কিছুটা রঙ  তো বদলায় রোজ।
কিছুটা রঙচটা দেওয়াল, কিছুটা ময়লার প্রলেপ।
দিব্য শান্তিপূর্ণ সহাবস্থান  ।
তাই
আঁচড়ে ক্ষতবিক্ষত  করি দেওয়াল,
যতদিন না বেকাবু হয় নখগুলো।
মাপ নিই  রোজ ,
কাটতে তো হবে কোনোদিন আবার দেওয়ালের মাপে।