আমার প্রয়োজন ছাড়পত্রের,
নিঃস্বার্থ প্রেমের।
হয় নাকি?  না  হয় নাইবা হোলো।
তবু
“তুমি ঠিক কি চাও?
শরীর?
বুঝলে তা আমিও চাই।
মন?
হক কথা। শুধু শরীরে সুখ নাই।
প্রতিশ্রুতি ?
সময়ের দায়।
বিশ্বাস ?
সে তো নাপিতও চায়”।  
আমার প্রয়োজন ছাড়পত্রের,
নিঃস্বার্থ প্রেমের।
হয় নাকি?  না  হয় নাইবা হোলো।