কবিতা তোমাকে দুবেলার খাবার  হবে হতে ।
অন্তত দুবেলার।
পারবে আমার সন্তানের দুবেলার দুধভাত হতে।
পারবে না জানি।
পেটভরা ,ভাবের জগতের তুমি।
সেই শুরু থেকে আজ  অবধি।
ক্ষুধা আর তুমি
বৈরিতা যুগযুগান্ত হতে।
তবু আজও লিখি নির্লজ্জ স্বার্থপরের মত,
উদর ভরার পর ঢেকুরের মত।
না কবিতা  লজ্জা নেই তোমারও
নেই আমারও।