নিঃশব্দ রাত।
বিক্ষিপ্ত কিছু শব্দ ।
হয়ত কোথাও পুনঃজন্ম,
বা কোথাও পুনঃমৃত্যু।
জীবন যেন আলো ঝলমল ঠিক দিনেরই মত,
তবু  যেন কিন্তু, হিসাব কষে আড়ালে আবডালে।
শুধু শব্দগুলো বড় যেন কানে বাজে।
ঘুম এলেই মিটে যেত,
হয়ত ঠিক তাই, ঠিক অন্যদিনের মত।
এই তো এক্ষুনি আরও একটা শব্দ।
জন্ম না মৃত্যু?
জন্মই হবে।
বড় বেয়াড়া এ মন
ফুল ঝড়ে যাওয়ায় কেঁদে ওঠে।
হেসে ওঠে প্রাণ খুলে
প্রতিটি সূর্যোদয় দেখে।
তাই তো  আরও আরও কিছু শব্দ ,
আল্লা কসম, আরও আরও নিঃশব্দ ।
কোল ঘেঁষে আমার
আশ্রয় চায়
আমার কবিতায়।