পৌঁছেছিলাম আলোরও আগে।
পৌঁছেছিলো হয়ত আলোও।
কিন্তু
আমার অনেক অনেকক্ষণ পর।
নির্দিষ্ট  নিয়ম মেনে,
সুশৃঙ্খল রূপে,
বিধিকে সেলাম ঠুকে।
আর উচ্ছৃখল আমি !
পৌঁছেছিলাম নিয়মের বিপরীতে ।
মনের তাগিদ,বুক ঠুকে।
পারিনি বিধান বদলাতে,
পারার কথাও নয়
কিন্ত তবুও
পৌঁছেছিলাম আলোরও আগে।
পৌঁছেছিলো হয়ত আলোও।
কিন্তু
আমার অনেক অনেকক্ষণ পর।
কিন্ত ততক্ষণে
যা হওয়ার হয়ে গেছে।
তবে দেখেছিলাম,আমারও আগে
শব্দ কিন্ত পৌঁছে গেছে।