ভীষণ এক অহংকার,
প্রতিরাতে
লেখে আমার কবিতা।
দোর্দণ্ড প্রতাপে চলে আমার কলম
শ্রেষ্ঠত্বের  গরিমায় ,
ছোবল মারে প্রতি পংক্তি, প্রতি স্তবকে।
মুগ্ধ  আমিও নেশায়।
তবে
চূর্ণ হয় প্রতিবার।
যখন একের পর এক
প্রকাশ হও তোমরা,
এ কবিতার আসরে।
পিছু হটি আমি,আমার অহংকার,
একটু একটু করে।
তবু
আবার দিনের শেষে
একটু একাকিত্ব ,
ফেরায় আবার আমার অহংকার ।
আবার আমি আর
ভীষণ এক অহংকার,
প্রতিরাতে
লেখে আমার কবিতা।