সে কি ছিলো কোনোদিন?
না আছে? না থাকবে?
বৃথা পণ্ডশ্রম ,প্রতি জীবন
অহেতুক সমর্পন।
দৃষ্টি ,বোধ । অগোচরে মেঘনাদ।
মহাকাব্যের বাস্তব রূপায়ণ।
দিন আনা ,দিন খাওয়া জীবন।
কোথা সে সমীকরণ ?
বৃথা বৃথা ।
বৃথা এ সমর্পণ ।