স্বাক্ষ্য দিতে দিতেই
কেটে গেলো গোটা জীবন।
শরীর থেকে মন থেকে
এ গোটা বিশ্ব ,ব্রহ্মাণ্ড জুড়ে
অসংখ্য জন্ম অসংখ্য মৃত্যু
মাঝে সংঘর্ষ  ,
আগে পরের অজানা রহস্যের
স্বাক্ষ্য দিতে দিতেই
কেটে গেলো গোটা জীবন।
কার প্রয়োজন এ সাক্ষ্যের?
হয়ত কোনো বিচারসভার।
হয়ত বিচার চলছে।
আমার সাক্ষ্যে তোমার।
তোমার সাক্ষ্যে আমার।
হয়ত এ বিচারসভায় স্বাক্ষীরাই বিচারাধীন।
স্বাক্ষীরাই কাঠগড়ায়।
হয়ত তাই
স্বাক্ষীরাই অপেক্ষায়,
কবে বার হয় রায়।
হয়ত তাই
দিন কাটে অপেক্ষায়,
শেষ বিচারের আশায়।