মা দূর্গা নাকি মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন।
কোরাণের সমস্ত বাণী নাকি উবে গিয়েছিলো।
একটি মন্দিরে কোরাণ
রেখেছিলো কেউ।
ষড়যন্ত্রকারীই হবে হয়ত।
তবু সংশয়।
রেখেদিলো । আর   ষড়যন্ত্রও স্বতন্ত্র  হয়ে উঠলো?
ধিক শতধিক তোমার ধর্ম।


আমিতো  গীতার শ্লোকে আল্লাহকে   খুঁজি।
কোরাণ আমার ঈষ্টকে সাষ্টাঙ্গে  প্রণাম শেখায়।
আমি নামাজ পড়তে চাই মন্দিরে।
গীতা রাখতে চাই আল্লাহ চরণে।
কোরাণও মা দূর্গার চরণে।


কে যেন রটিয়েছিলো।
কোনো ষড়যন্ত্রকারীই হবে হয়ত।
মা দূর্গা নাকি মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন।
কোরাণের সমস্ত বাণী নাকি উবে গিয়েছিলো।
একটি মন্দিরে কোরাণ
রেখেছিলো কেউ।