এডমিন এবং  বাকি সব্বাই । সবার কাছে অনুরোধ। একটু ভেবে দেখার জন্য। আসরের সেরা কবিতা নির্বাচনের ক্ষেত্রে শুধু মন্তব্যের পরিমাণ বা কতবার পড়া  হোলো  কবিতা। এর ঊর্ধে ওঠা কি সম্ভব?


বলতে চাই। যেমন এক জ্যুরি  । যে বা যাঁরা বিচার করবেন কবিতার  মান । কত মন্তব্য হোলো বা কতবার পড়া হোলো কবিতা। তা দূরে সরিয়ে  রেখে। শুধু কবিতাকে মনে রেখে।


কারণ এ আসরে প্রায় সব কবিতার পাঠক আদতে এক কবি। আমিও মন্তব্য করি পুরোটাই প্রতি মন্তব্যের লোভে। শুধু পাঠক খুঁজে পাওয়া  এ আসরে সত্যই দুর্লভ ।


তাই এই প্রস্তাবনা । একটু ভেবে দেখবেন। এডমিন এবং  বাকি সব্বাই ।