কোনো মাথার দিব্যি দেওয়া আছে নাকি?
যে রোজ লিখতেই হবে,
পারবো না,
সাফ কথা জানিয়ে দিলাম,
পারবো না।
আজ কলমই ছোঁবো না।
কি বললে ,
আমি তো কবি?
খাসা বলেছ বটে ভায়া।
আরে
আগে এটা তো বলো,
কবি হলেই কি কবিতা লিখতে হবে?
নাকি
কবিতা লিখতে গেলে কবিই হতে হবে?
আর শুনে যাও।
না আমি কবি নই,
সে যোগ্যতাও আমার নেই।
কিন্তু আমি কবিতা লিখি,
আর সে স্বাধীনতা দিয়েছে আমায়
আমার কবি বন্ধুরা আর কবিতার আসর।
বিশ্বাস না হলে
কাল এসে মন্তব্যগুলো পড়ে যেও।
ওহো! তার জন্য তো
লিখতে হবে।
দাও দেখি কলমটা ,দাও তো।