আমিও ঈশ্বর হতে পারি।
বিশ্বাস করো হতে পারি।
পারো তুমিও।
শুধু শর্ত একটাই ,প্রাণভরে ভালোবাসতে হবে।
গোটা সৃষ্টিকে, অখিল ব্রহ্মাণ্ডকে।
প্রতিপ্রান্তের প্রতি কণাটিকে।
রাজী আমিও রাজী তুমিও।
কিন্তু প্রশ্ণ  শুধু একটাই।
বড়ই বেমানান, বড়ই বাজখাঁই।
“তবে খাবো কি?”


ঈশ্বর আর হওয়া হোলো না তাই।
দোষে গুণে ভরা
মানুষই রয়ে গেলাম  ভাই।