যতবার গেছি এযাবৎ
আমার শ্বশুরবাড়ি ।
মুখে তোমার এক বাঁধা গৎ ,
শোনেন শ্বাশুড়ি।
আমি না থাকায় “তোমাদের বাড়ী”
ধূলোয় গড়াগড়ি  ।
ফিরে এসে ,সেই একই কথা
আর শুনিতে না পারি।
আমি না থাকায় “তোমাদের বাড়ী”
ধূলোয় গড়াগড়ি  ।


বলোনা গো আজ,মেনেছি যে হার,
আর সইতে না পারি।
এইটাও নয়,ঐটাও নয়,
তবে কোনটা তোমার বাড়ি?