তুমি কি আশা করো কবি?
আমি তোমার কবিতা পড়বো?
হায় কবি তবে তো চিনলেই না আমাকে।
পড়িনা নিজের লেখা জঞ্জালগুলোই।
লজ্জায় তাই ধারপাড় মাড়াইনা তোমার কবিতারও।
আমার জঞ্জালগুলো নিয়েই থাকি মত্ত।
শুধুই লিখে
কোনোবার আর না পড়ে।
মিথ্যা অহংকারের এক রাজপ্রাসাদ গড়ে।
থাক মিথ্যা গোটা অন্তরজুড়ে।
আমি পড়ব না ,
আমার রাজপ্রাসাদ আমি ভাঙবো না।
তোমার কবিতা পড়ব না ।